জানা যায়, গত ২১ মার্চ ব্যবস্থাপনা কমিটির সভায় অধ্যক্ষ আমিনুলের বিরুদ্ধে নানা দুর্নীতি, অনিয়ম ও সনদ জালিয়াতির অভিযোগ এলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরে ২৮ মে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি শাখা ০২ বাংলাদেশ সচিবালয়ের উপসচিব রহিমা আক্তার এক স্মারকে অধ্যক্ষ আমিনুল হককে চূড়ান্তভাবে বরখাস্তের নির্দেশনা দেন। তার বরখাস্ত বিষয়ে তথ্য গোপন করে আমিনুল হক কাশিয়ানীর নবাগত ইউএনওর কাছ থেকে সুকৌশলে কলেজের অ্যাডহক কমিটি গঠনের আবেদনপত্রে স্বাক্ষর করিয়ে নেন।
এ ব্যপারে কাশিয়ানীর ইউএনও রথীন্দ্র নাথ রায় বলেন, আমিনুল হক তার বরখাস্ত বিষয়ে তথ্য গোপন করে আমার সঙ্গে প্রতারণা করেছেন। তার বিরুদ্ধে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।অ্যাডহক কমিটির আবেদনপত্রটি কীভাবে স্বাক্ষর করালেন জানতে চাইলে বরখাস্ত অধ্যক্ষ আমিনুল হক বলেন, কাশিয়ানীর ইউএনওর কাছ থেকে অ্যাডহক কমিটির আবেদনপত্রে স্বাক্ষর করাইনি। আমি তার সঙ্গে পরিচিত হতে গিয়েছিলাম।
Leave a Reply