1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় চলছে বালু উত্তোলনের মহোৎসব ড্রেজার ব্যবসা জমজমাট - Bangladesh Khabor
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন

কোটালীপাড়ায় চলছে বালু উত্তোলনের মহোৎসব ড্রেজার ব্যবসা জমজমাট

  • Update Time : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪৮৫ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলছে অবৈধ বালু উত্তোনের মহোৎসব । এতে ড্রেজার ব্যবসা চলছে জমজমাট । উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বিলে, পুকুরে . মৎস্য ঘেরে চলছে ড্রেজার। বিশেষ করে উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে- সোনাখালী, ফুলবাড়ী, ভেন্নাবাড়ী, তালপুকুরিয়া,বানারজোড়,নয়াকান্দি,পিনজুরী, তরুর বাজার, দেওপুরা,হিজলবাড়ী,বান্ধাবাড়ী,নাগড়া,কলাবাড়ী,নলুয়া,চকপুকুরিয়া,ছিকটীবাড়ী,কুশলা ,আমতলী, ভুয়ারপাড়, হরিনাহাটী সহ উল্লেখিত জায়গায় চোখে পড়ার মতো নিয়মিত চলছে বালু উত্তোলন । সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব জায়গায় চলছে বালু উত্তোলনের হিড়িক ।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের অভিযানে বালু উত্তোলন কিছুটা কমলেও পুনরায় আবার বেড়ে যায় । ড্রেজার মালিক – গচাপাড়ার বিপুল মন্ডল , কাবির শেখ ,আমবাড়ীর চৈতন্য গাইন ,বানারজোড়ের আনিস হাওলাদার , উনশিয়ার সিদ্দীক তালুকদার, নাগড়ার আবু সাইদ এই প্রতিবেদককে জানান-– আমাদের ড্রেজার মালিকদের সমিতি আছে , আমরা সমিতির আওতায় ড্রেজার চালাই । অনেকেই জানান- বালু উত্তোলনের কারনে ফসলী জমি সহ বাড়ী –ঘর ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিষয়টি বিবেচনার জন্য উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্ত-ভূগীরা।

বান্ধাবাড়ী ইউনিয়ন তহসিলদার ইলিয়াস হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- আমার জানা নাই , জানলে সাথে সাথে ড্রেজার চলা বন্ধ করার চেষ্টা করি।
সাদুল্লাহপুর ইউনিয়ন তহসিলদার অসীম কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- ড্রেজার চালানোর বিষয়টি আমার জানা নেই। কান্দি ইউনিয়ন তহসিলদার সমীর বাবু জানান- ড্রেজার চলার ব্যাপারে আমার কাছে কোন খবর নেই। অন্যান্য তহসিলদারাও ড্রেজার চালানোর বিষয়টি না জানার ভান করে এড়িয়ে যান। বিভিন্ন এলাকার বিজ্ঞ মহল জানান- ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্থ হচ্ছে, এক সময় বড় ধরণের ক্ষতির সম্মুখীন হব আমরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION