1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় জায়গা জমির জের ধরে মারপিট অন্তসত্বা নারী আহত - Bangladesh Khabor
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :

কোটালীপাড়ায় জায়গা জমির জের ধরে মারপিট অন্তসত্বা নারী আহত

  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৪৭২ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারপিটে মমতাজ বেগম (৩২) নামক এক অন্তসত্বা নারী আহত হয়েছে । সে এলাকার উমবার আলী শেখের স্ত্রী । গত শুক্রবার ( ১৫ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার বিরামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে । স্বজনেরা আহতকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মমতাজ বেগম কে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সরজমিনে জানা যায়, সি এস ২৫ নং জামুলা মৌজার ১০৫ নং খতিয়ানের ১৩৯১ ,১৩৯২ ,১৩৯৩ ও ১৫২৩ নং দাগের ২.৬৭ একর জমি দীর্ঘদিন যাবৎ পৈত্রিক সূত্রে ভোগ দখল করে আসছে এলাকার বাসের আলী শেখের ছেলে আশরাফ আলী শেখ ( ৬৫)। কিন্তু জব্বার শেখ , ঠান্ডা শেখ , খোকন শেখ , স্কেন্দার শেখ , দাউদ শেখ উক্ত জমি জোর পূর্বক দখলের চেষ্টা চালায় ।

এ ঘটনায় দু গ্রুপের মধ্যে দীঘদিন যাবৎ বিরোধ চলে আসছে । আঃ মান্নান শেখ ও ইউপি সদস্য জাহিদ শেখ সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এলাকায় সালিশ দরবার বসে। ঘটনার দিন জব্বার শেখ ,ঠান্ডা শেখ, খোকন শেখ লোকজন নিয়ে আশরাফ আলী শেখের বাড়িতে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে আশরাফ আলী শেখের লোকজনদের উপর হামলা চালিয়ে মারপিাট করে । এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।মমতাজ বেগম সাংবাদিকদের বলেন- আমি ঘরের দরজায় দাড়িয়ে ছিলাম,ঠান্ডা শেখ আমাকে মারপিাট করে ফেলে দেয়, এ সময় আমার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণে চেইন ছিনিয়ে নেয় সে ।

আশরাফ আলী শেখ জানান- ১৯১৭ সালের ৮৩৫ নং দলিল মুলে আমার বাবা – দাদা উক্ত জমি ভোগ দখল করেছে, সে সূত্রে আমি মালিক, জব্বার , ঠান্ডা ,খোকন গং জমিটি জবর দখলের চেষ্টা চালাচ্ছে।, আমার বাড়িতে এসে লোকজনদের মারপিট করেছে । জব্বার শেখ বলেনÑ প্রায় ১শ বছর যাবৎ উক্ত জমি আমরা ভোগ দখল করে আসছি , মারপিটের ঘটনা ঘটেছে , আমরা আপোষ মিমাংসা চাই। এ বিষয়ে কোটালীপাড়া থানার এস আই আঃ করিমের সাথে কথা হলে তিনি বলেন- এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে , আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে ।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION