কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য, কোটালীপাড়া উপজেলার উত্তরপাড়া গ্রামের কৃতি সন্তান সরকারি শেখ লুৎফর রহমান কলেজ ছাত্রলীগের সাবেক জি.এস, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বি.আর.ডি.বি এর সাবেক চেয়ারম্যান, উপজেলার আমতলী ইউনিয়নের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবির ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বাদ আসর সিকির বাজার উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ও তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তিনি আজ সকাল ৭ টা ৩০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর এবং তিনি স্ত্রী ১ ছেলে ১মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সহসভাপতি মুজিবুর রহমান হাওলাদার, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, হাজী মো: কামাল হোসেন শেখ, আমিনুজ্জামান খান মিলন, তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক মাজহারুল আলম পান্না, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী-যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ জেলা-উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ বিপুল সংখ্যক গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
মৃত্যুর সংবাদে ভারাক্রান্ত হৃদয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা -২১৭, গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এসএম হুমায়ুন কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে যুক্ত। তিনি একজন সৎ মেধাবী ও শিক্ষানুরাগী ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষদের সংগঠিত করার কাজে দলের দুঃসময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’ তিনি আওয়ামীলীগের সকল কর্মকান্ডের সাথে জরিত ছিলেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন ত্যাগী প্রজ্ঞাবান নেতাকে হারাল। এ ক্ষতি পূরণ হওয়ার নয়।
অপরদিকে পরিবারে বইছে শোকের মাতম । মরহুমের রুহের মাগফেরাত কামনার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন মরহুমের পরিবার।
Leave a Reply