স্টাফ রিপোটার,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদ। সোমবার এমসিকিউ উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা লিখিত পরীক্ষার পরিবর্তে মৌখিক পরিক্ষার মাধ্যমে সনদের দাবিতে সমাধিসৌধের দ্বিতীয় ফটকের সামনে তারা মানববন্ধন কর্মসূচী পালন করেন।
এসময় বক্তারা বলেন, বিগত চার বছর বার কাউন্সিলের কোন পরীক্ষা হয়নি। ২০২০ সালে এমসিকিউ পরীক্ষা অংশ গ্রহন করে উত্তীর্ণ হই। মহামারি করোনার কারনে লিখিত পরীক্ষার তারিখ দেয়নি। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অটো পাশ দিয়েছে। লিখিত পরীক্ষার পরিবর্তে মৌখিক পরিক্ষার মাধ্যমে সনদ প্রদানের দাবিতে আমারা একটানা ১২৮ দিন অনশনে অনশন করে আসছি। আমাদের প্রতি বার কাউন্সিলের কোন সুদৃষ্টি আসেনি। আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাব্বি স্মরন, একে মাহমুদ, মিলন শরিফ, নজরুল ইসলাম, জিলকদ প্রমুখ।
Leave a Reply