স্টাফ রিপোটার, সারাদেশের ন্যায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের পর হল রুমে আলোচনা সভার অয়োজন করে জাতীয় সমবায় দিবস উদযাপন কমিটি ও সমবায় বিভাগ কোটালীপাড়া । উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন – উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আঃ খালেক হাওলাদার , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান , । এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন – উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ জাকারিয়া , মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া , সমবায়ী – মতিয়ার রহমান , কৈশল্যা বাগচী , খলিলুর রহমান দাড়িয়া , পেয়ারা বেগম । আরো উপস্থিত ছিলেন – মুক্তিযোদ্ধা মান্নান শেখ , সমবায়ী – রফিকুল ইসলাম পটু , সূধান্য ঘরামী প্রমূখ ।
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, জয়পুরহাট কালাইয়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে ৪৯ তম জাতীয সমবায় দিবস পালিত হয়েছে। এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’। শনিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদ মিলানায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানের উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মো. সোহেল রানা এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মো. মোবারক হোসেন পারভেজ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো.আনিছা দেলোয়ারা আঞ্জু, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম.রওশন আলম, উপজেলা নির্বাচন অফিসার মো.আবুল কালাম, উপজেলার বীরমুক্তিযোদ্ধা মো. রেজাউল ইসলাম, উপজেলা সমবায় অফিস সহকারী হারুনুর রশিদ প্রমুখ।
বিরামপুর থেকে মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুরের বিরামপুরে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যে শনিবার (৭ নভেম্বর) ৪৯ তম জাতীয় সমবায় দিবস-২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, সমবায় অফিসার জয়নাল আবেদীন, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান, উপজেলা ইউ,সি,সি,এ লিঃ এর সভাপতি রুহুল আমিন, ইজিবাইক মালিক ও চালক সমবায় সমিতির সভাপতি শিবেশ কুন্ডু, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, মুন্নাপাড়া সৌরভী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আশরাফুন্নেছা প্রমূখ।
Leave a Reply