স্টাফ রিপোটার, সারাদেশের ন্যায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় “মুজিব বর্ষের আহবান যুব কর্মসংস্থান ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা , যুব ঋণ, সনদপত্র, ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । রবিবার বেলা ১ টায় উপজেলা পরিষদ হল রুমে উক্ত অনুষ্ঠান আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর । উক্ত ানুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ । উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান এর সভাপতিত্বে উক্ত আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন -উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ । বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ খালেক হাওলাদার , মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকার। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন – দিদারূল ইসলাম খান ,মনিরুজ্জামান মনির, রুবি বিশ্বাস ,রুহুল আমিন ফকির । এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত যুবক – যুব মহিলা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কাহারোল থেকে সুকুমার রায়, “মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর ২০২০ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কাহারোল উপজেলা মিলনাতয়নে দুপুর ১২টায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদ্যাপন উপলক্ষে যুব ঋণ, সনদ পত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ শফিউল আজম। আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা অরুন কুমার বিশ্বাস, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব ও সালমা বেগমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আলোচনা শেষে ৪৮ জন যুবকের মাঝে ৮ লক্ষ ৩০ হাজার টাকা বিতরণ ও সনদ পত্র প্রদান করা হয়।
বিরামপুর থেকে মোঃ সাইফুল ইসলাম, ‘মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ -স্লোগানে দিনাজপুরের বিরামপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। আজ ১ নভেম্বর, রবিবার বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামে যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহি অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ খাইরুল আলম রাজু। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মণ্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল লতিফ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলাইমান হোসেন মেহেদী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, “বর্তমান সরকার একটি উন্নয়ন বান্ধব সরকার। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর হয়ে বিরামপুরের যুব সমাজকে উন্নয়নের পথে ধাবিত করতে বিরামপুর উপজেলা প্রশাসন স্বচেষ্ট রয়েছে। যুবক উদ্যোক্তাদের যেকোনো ধরনের সহযোগিতায় উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে বলে জানান তিনি ।আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা উপজেলার সফল খামারিদের মাঝে নগদ অর্থের চেক ও সন্মাননা ক্রেস্ট বিতরণ করেন এবং উপস্থিত সকলকে মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply