ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের কালাইয়ে খ্রিস্টানদের উপাসনালয়ে রাখা তিনটি মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জান্নাতুল ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে কালাই উপজেলার হাটশেখা আদর্শগ্রামে অবস্থিত মাদার তেরেসা নামক গির্জায় এ মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গ্রেপ্তারকৃত যুবক কালাই পৌরসভার মূলগ্রাম পূর্বপাড়া মহল্লার জাহিদুল ইসলামের ছেলে। খবর পেয়ে জেলা প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার, ওসি এসএম মুঈনদ্দীন ও পৌর মেয়র রাবেয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, হাটশেখা আদর্শ গ্রামে দীর্ঘদিন ধরে মুসলিম-হিন্দু-খ্রিস্টান মিলে প্রায় শতাধিক পরিবার বসবাস করছেন। যে যার ধর্ম পালনও করছেন। গ্রামের উত্তর পাশে রয়েছে খ্রিস্টানদের উপাসনালয় মাদার তেরেসা গির্জা ঘর। সেই ঘরে রয়েছে যিশুখ্রিস্ট, মাদার তেরেসা ও মা মারিয়ার মূর্তি। সোমবার ভোরে পার্শ্ববর্তী মূলগ্রাম পূর্বপাড়া মহল্লার জান্নাতুল ইসলাম নামে মানসিক ভারসাম্যহীন ওই যুবক হাটশেখা আদর্শ গ্রামের গির্জা ঘরে প্রবেশ করে মূর্তিগুলো ভেঙে ফেলে। সঙ্গে তাদের বই-খাতাগুলোও ছিড়ে ফেলে গির্জা ঘরের মধ্যে বসে থাকে। ওই অবস্থায় খ্রিস্টান ধর্মের লোকজন জান্নাতুল ইসলামকে গির্জা ঘরে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জান্নাতুলকে থানায় নিয়ে আসেন।
মূর্তি ভাঙচুরের ঘটনায় এক যুবককে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, তাকে জিজ্ঞাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল পরিদর্শন কালে জেলা প্রশাসক শরীফুল ইসলাম খ্রিস্টান ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে বলেন, অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply