বিশ্বজিত সরকার বিপ্লব, গৌরনদী: সরকারের অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন অলাভজনক ও স্বয়ত্বশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর রেলিজিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট এর উপজেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন বিষয়ক “অবহিতকরন সভা” বৃহস্পতিবার বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দিনব্যাপী চলা ওই অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার উদ্বোধন করেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স।
সভায় জানানো হয়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহয়তায় পাঁচ বছর মেয়াদী এ প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে, এলাকার দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার সহনশীল উন্নয়ন ও গ্রামীন উদ্যোক্তা তৈরী। প্রকল্পে মোট বরাদ্ধ ৩৪০ মিলিয়ন মার্কিন ডলার।
প্রকল্পটি বিবিএস প্রণীত দারিদ্র মানচিত্র অনুযায়ী অগ্রাধীকারকৃত ২০টি জেলার (ময়মনসিংহ, শেরপুর) কিশোরগঞ্জ, নেত্রকোনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনির হাট, নওগাঁ, চাপাই নবাবগঞ্জ, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, লক্ষীপুর, চাঁদপুর, ও চট্রগ্রাম) ৬৮টি উপজেলার পিছিয়ে পড়া মোট৩ হাজার ২০০টি গ্রামে (১২৮টি ক্লাষ্টারের অধীন) বাস্তবায়ন করা হচ্ছে।
এ প্রকল্প থেকে মোট ৭লক্ষ ৪৪ হাজার জন সরাসরি উপকারভোগীকে এ প্রকল্পের আওতায় সুবিধা প্রদান করা হচ্ছে, যার মধ্যে ৯০ শতাংশ নারী। জুলাই ২০২১ হতে জুন ২০২৬ সাল পর্যন্ত এটি চলবে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আঞ্চলিক পরিচালক মোঃ মিজানুর রহমান, আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ শফিকুল ইসলাম, অরুন কুমার মন্ডল, জেলা ব্যবস্থাপক মোঃ আজাদুর রহমান প্রমুখ।
Leave a Reply