লালমনিরহাটের পাটগ্রাম থানার পৌরসভার রহমানপুর(শীলেরমাঠ) মৌজায় বিষেশ অভিযান চালিয়ে তাস দ্বারা টাকার বিনিময়ে জুয়া খেলায় চার জন জুয়ারিকেগ্রেফতার করেন পাটগ্রাম থানার পুলিশ।
(৫ই জুন)২০২১ইং লালমনিরহাটের পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি)ওমর ফারুক, এর নেতৃত্বে এসআই মিজানুর রহমান(বিট নং-৪৫, পাটগ্রাম ইউনিয়ন),ও সঙ্গীয় ফোর্সসহ পাটগ্রাম থানাধীন পৌরসভার রহমানপুর(শীলেরমাঠ) মৌজায় মোঃ সেলিম মিয়ার বসতবাড়ীর উত্তর ভিটার দক্ষিণ দুয়ারী ঘরের মেঝেতে তাস দ্বারা টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার সামগ্রী তাস ও নগদ ৫১০০/- টাকাসহজু য়ারী চারজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী হলে সেলিম মিয়া(৩০),পিতা-মৃত বাচ্চা মাহমুদ, হাসিবুল (২২),পিতা-আঃ জলিল, রাসেল ইসলাম(২৮), পিতা- মৃত আবুল হোসেন, রজব আলী(২৭), পিতা-আঃ মজিদ, উভয়ের গ্রাম রহমানপুর(শীলেরমাঠ),থানা-পাটগ্
গ্রেফতারকৃত জুয়ারীদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় নন এফ আই আর প্রসিঃ নং-৭৪ ধারা প্রকাশ্য জুয়া আইনের ৪, দাখিল করা হয়।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি)ওমর ফারুক,জানান গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার রহমানপুর(শীলেরমাঠ) মৌজায় বিষেশ অভিযান চালিয়ে তাস দ্বারা টাকার বিনিময়ে জুয়া খেলায় চার জন জুয়ারিকেগ্রেফতার করেন পাটগ্রাম থানার পুলিশ।
Leave a Reply