1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘উপদেষ্টার ভাই নাহিদ ইসলামকে ধমকাইয়া আমাকে বহিষ্কার করাইছে’ - Bangladesh Khabor
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

‘উপদেষ্টার ভাই নাহিদ ইসলামকে ধমকাইয়া আমাকে বহিষ্কার করাইছে’

  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলমের প্রভাব ও চাপের মুখে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাকে বহিষ্কার করেছেন— এমন গুরুতর অভিযোগ তুলেছেন দলটির বহিষ্কৃত কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ। শনিবার (১৫ নভেম্বর) বিকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ অভিযোগ করেন।

মুনতাসির মাহমুদ তার পোস্টে বলেন, ‘মানুষ নিজে যতক্ষণ না বিপদে পড়ে, ততক্ষণ প্রকৃত অবস্থা বোঝে না। বরং আরেকজনের বিপদে মজা নেয়। এনসিপির কিছু নেতার দুর্নীতির বিরুদ্ধে আমি যা বলছি, তা হঠাৎ করে আমাকে বহিষ্কার করার পরে বলছি, এমন না। আমার আগেও এনসিপি থেকে ওই নেতাদের দাসত্ব মেনে না নেওয়ায় অনেক যোগ্য মানুষকে মাইনাস করা হয়েছিল। আজ আবারও বলতে চাই, জুনায়েদ ভাই, রাফে ভাইরা দলীয় পদের কারণে এনসিপি ছাড়েননি, বরং দুর্নীতিবাজ কোরামের কাছে মাথা নত করবেন না বলেই বের হয়ে আপ বাংলাদেশ করেছেন।’

তিনি বলেন, ‘বারবার আমি সাংগঠনিক নিয়ম মেনে অভিযোগ দিয়েছি, দলের সাধারণ সভায় বলেছি, শীর্ষ সব নেতাকে ব্যক্তিগতভাবে বলেছি, তবু কেন আমি যে ওই সমকামী মুনতাসির না, এটা পরিষ্কার করা হলো না? এনসিপির সহযোদ্ধারা কোনো যৌক্তিক জবাব দিতে পারবেন? আমার জায়গায় নিজেকে ভাবেন। আপনাকে যদি মানুষ সমকামী/গে বলে, আপনার ছবি দিয়ে সমকামী বানাইয়া নিউজ করে, সেটা আপনার বাবা-মা দেখে, প্রতিবেশীরা দেখে, কেমন লাগবে? যদি আপনার আত্মীয়-স্বজন আপনার মা-বাবাকে প্রশ্ন করে, আপনার ছেলে কি গে? নিউজে দেখলাম, সমকামিতার অভিযোগে বহিষ্কার করছে দল থেকে, এটা কি সত্যি? আপনার কেমন লাগবে?’

মুনতাসির বলেন, ‘আমি যা করেছি, কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে করেছি। আপনারা প্রমাণ খোঁজেন, দেব আমি। কিন্ত ইতিমধ্যে গত ১ মাসে আমার সাথে ঘটা অন্যায়গুলোর যেসব প্রমাণ আমি দিয়েছি, সেসব বিষয়ে দল কোনো ব্যবস্থা নিয়েছিল? আপনার যে বৈধ ইনকাম সোর্স, যা দিয়ে আপনার সংসার চলে, সেটা যদি কেউ অন্যায়ভাবে কেড়ে নেয়, আপনার চাকরি চলে যায়, সহ্য করবেন নীরবে?’

তিনি বলেন, ‘আমাকে আমার চাকরি থেকে অন্যায়ভাবে বের করেছে উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব, আমি প্রমাণ দিয়েছি। সে আমাকে স্পষ্ট হুমকি দিয়েছে আপনাদের প্রিয় মিতু আপার সামনে, আমার চাকরি সে খেয়ে দেবে। মিতু আপা সাক্ষী, জিজ্ঞেস করুন তাকে এবং ঠিকই উপদেষ্টার ভাইয়ের ক্ষমতা দেখিয়ে জুলাইয়ের গাদ্দার মাহবুব চাকরিচ্যুত করেছে আমায়।  এনসিপির অনেকের চোখের সামনে এই ঘটনা। আপনারা প্রত্যক্ষ সাক্ষী। বলেন, কী করেছেন আপনারা? আমার সঙ্গে দল ন্যায়বিচার করেছে?’ তারপর উপদেষ্টার নির্দেশে পুলিশ আমাদের ওপর হামলা করেছে, মিতু আপাসহ অনেকে আহত হয়েছে। আমি সারা রাত অবস্থান করেছিলাম।

পরের দিন আমার সাথে ৩০০+ লোক থাকার পরেও নাহিদ ভাই অনুরোধ করায় তাকে সম্মান দেখিয়ে রেড ক্রিসেন্ট থেকে চলে আসি। ফলাফল? আবার বেঈমানি। ওই দিনের পর থেকে তিনি আমার কলই আর ধরেননি।’

তিনি বলেন, ‘শুনেছি, উপদেষ্টার ভাই মাহবুব দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে ধমকাইয়া ধমকাইয়া আমাকে বহিষ্কার করাইছে। বাহ, কী চমৎকার দল আপনাদের। মনে হচ্ছে, দলের আহ্বায়ক স্বয়ং জিম্মি ওদের কাছে! আমি চাইলে উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে আমার কল রেকর্ড ফাঁস করতে পারি। কিভাবে নিজের ভাইয়ের দুর্নীতি ঢাকতে তিনি জামায়াত-শিবিরকে দোষ দিয়েছিল। তখনও এক পক্ষ বলবে, আমি বাড়াবাড়ি করছি, আরেক পক্ষ বলবে, প্রমাণ কই? আসলে এদের যতই প্রমাণ দেখাই, এদের অন্ধত্ব যাবে না!’

তিনি আরও বলেন, ‘আমার চাকরি খাইল, পুলিশ দিয়ে মাইর খাওয়াইলো, দল থেকে অব্যাহতি দিল, সমকামী বানাইয়া নিউজ করাল, সামাজিক ও রাজনৈতিক সব ভাবে অপমান করল, তারপর থামাতে না পেরে হত্যার হুমকি দিচ্ছে, পেছনে লোক লাগাইছে এবং তারা আমার বাসা পর্যন্ত চলে আসছে, আমার সাজানো সাংগঠনিক জোনে গ্রুপিং করানোর অপচেষ্টা, মাইনাস রাজনীতি কারণ উপদেষ্টা এই আসন থেকে নির্বাচন করবেন। তারপর হঠাৎ একবারও না বসে কোনো তদন্ত ছাড়াই আমাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করেছে দিছে! আপনারা আমার জায়গায় থাকলে কী করতেন?’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION