পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলার পৌরসভা ঝাউগড়া পশ্চিম পাড়ায় ১র্ম ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে একনাম সংকীর্তন।
উক্ত একনাম সংকীর্তন অনুষ্ঠানে প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দের আগমন ঘটে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঝাউগড়া পশ্চিম পাড়া একনাম সংকীর্তন এর সভাপতি খোকন দাস, সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র দাস, প্রমুখ।
এ সময় সভাপতি খোকন দাস জানায়, ২০২৪ সালের এই প্রথম আমরা ঝাউগড়া এলাকায় তিনদিন ব্যাপী একনাম সংকীর্তন এর আয়োজন করি সকাল থেকে রাত পযন্ত এখানে তিনদিনে হাজার হাজার ভক্তবৃন্দের আগমন ঘটে। সামনের বছরে আরো বড় আয়ােজন করার চেষ্টা করব গবীন্দের কৃপায় ভক্তদের অনেক সাড়া পাচ্ছি ও ভক্তরা কৃষ্ণনাম শ্রবণ করে থাকে।
Leave a Reply