পরিমল বিশ্বাস, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে রূপগঞ্জকে জাপানের মত পরিষ্কার করার আশা ব্যক্ত করেছেন গরীবের ডন সেলিম প্রধান।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা সিলেট রোডে গাউছিয়া ফ্লাইওভারের নিচে ১০০ টি চারা গাছ রোপণ করে ও যানযট মুক্ত রাখতে গিয়ে এসব কথা বলেন।
এ সময় গরীবের ডন সেলিম প্রধান বলেন, রূপগঞ্জ কে আমি জাপানের মত পরিষ্কার করে ছাড়ব আজ আমি বৃক্ষরোপণ দিয়ে শুরু করলাম আমি কোনো অন্যায়ের কাছে আপােস করি না আমি গরীবের বন্ধু তাদের পাশে থেকে সব সময় কাজ করে যাচ্ছি সমাজের বিভিন্ন উন্নয়ন মুলক কাজে নিজেকে বিলিয়ে দেই। রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি এখানে সব ভালো মানুষের জায়গা দেওয়া হয় এটা একটি পরিবার। রূপগঞ্জে কোনো মাধক ব্যাবসা চলবে না যারা মাধক সেবন করে মাধক বিক্রি করে তারা সাবধান হয়ে যান। আমি যা বলি তা করি সমাজে ভালো কাজগুলো করে যাব খারাপ কাজকে না বলব আমরা সকলে ঐকবদ্ধ হয়ে কাজ করে যাব ।
Leave a Reply