গাইবান্ধা থেকে ওবাইদুল ইসলাম,
গাইবান্ধার ফুলছড়িতে জেলে পরিবারসহ অধ্যশতাধিক অসহায় দরিদ্র পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। আজ দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের বালাসীঘাট রোডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া, সাবেক মেম্বার দবির আহম্মেদসহ অনেক ভুক্তভোগীরা।
তারা বলেন, রসুলপুর গ্রামের রফিকুল মিয়া ও তার স্ত্রী এলাকার প্রায় অর্ধশতাধিক অসহায় দরিদ্র দিনমজুর পরিবারের কাছ থেকে প্রায় ৫০ লক্ষধিক টাকা বিভিন্ন প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয়। কিন্তু এখন তারা প্রতারনার বিষয়টি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে প্রতারক রফিকুল মিয়া ও তার স্ত্রী কৌশলে এলাকা থেকে পালিয়ে যায়। এই প্রতারনার ঘটনায় গাইবান্ধা কোটে মামলা হয়েছে বলে জানান তারা। দ্রুত বিষয়টির সুষ্ট সমাধান চায় ভুক্তভোগী পরিবার গুলো।
জানা গেছে, মোঃ রফিকুল মিয়া বিগত এক বছর আগে এলাকার ৫০ থেকে ৬০ জন জেলে পরিবার ও অসহায় দরিদ্র পরিবারের কাছে থেকে চাকুরি দেয়া, দাদন ব্যবসা, ধান ক্রয়সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি এলাকার সবার কাছে জানাজানি হলে মোঃ রফিকুল মিয়া ও তার স্ত্রী পালিয়ে অনত্র বসবাস করেন। অসহায় এই পরিবারগুলো তাদের এই টাকা উদ্ধার করার জন্য দফায় দফায় সালিশ ব্যবস্থা হয়। রফিকুল মিয়া ও তার স্ত্রী অনত্র বসবাস করায় অসহায় পরিবারের লোকজন টাকা উদ্ধারের বিষয়ে ভূক্তভোগীরা প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করে।
Leave a Reply