কাহারোল থেকে সুকুমার রায়,
দিনাজপুরের কাহারোলে পূর্নভবা নদীর উপর নির্মাণাধীন ব্রীজটির কাজ সমাপ্ত। এখন শুধু চলছে ব্রীজের দুই পাশ্বের রাস্তা নির্মানের কাজ। রাস্তা নির্মান শেষ হলেই ব্রীজটি জনগনের চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর। উপজেলা সদরের কাহারোল বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া পূনর্ভবা নদীর উপর প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রীজটির কাজ সম্পন্ন হয়েছে। বাকী রয়েছে শুধু জনগন চলাচলের উদ্বোধনের কাজ। এলাকাবাসীর বহুদিনের এই স্বপ্নের ব্রীজটি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য বাবু মনোরঞ্জন শীল গোপালের প্রচেষ্টায় নির্মাণ হওয়ায় কাহারোলবাসী কৃতজ্ঞা প্রকাশ করেছেন।
ব্রীজটি নির্মাণ হওয়ায় কাহারোল বাজার মডেল হিসেবে পরিচিতি লাভ করবে এবং কাহারোল বাসী যানজোট থেকে মুক্তি পাওয়ায় স্বস্তি বোধ করবেন। ব্রীজটি এক নজর দেখার জন্য এখন থেকেই দূর-দূরান্ত থেকে লোকজন আসছে বিশেষ করে রাতে যখন ব্রীজে বাতি গুলো জ্বলে উঠে তখন বেশ লোকের সমাগম ঘটে বলে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ৩নং মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান একেএম ফারুক জানান।
Leave a Reply