মঙ্গলবার (১ আগস্ট) সকালে উপজেলার বটতলি তুলসীগঙ্গা নদীর তীর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হেসেন বলেন, এলাকাবাসীর খবর দিলে সকালে নবজাত শিশুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নাবজাতশিশুকের মরদেহ দুটি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, প্রায় ৭ মাসের বয়সের নবজাতশিশুকের দুটি মরদেহ নদীর ধারে পলিথিন ও ছেরা কাপর দিয়ে ঢাকা ছিলো। কোন এক সময় বাতসে পলিথিন উড়ে গেলে তা মানুষের নজরে পরে ধারণা করা হচ্ছে এক- দিন আগে কেউ নবজাতক শিশুটিকে নদীর ধারে ফেলে দিয়েছে।
Leave a Reply