গাইবান্ধা থেকে ওবাইদুল ইসলাম,
গাইবান্ধা নাকাইহাট সড়কে পৌরসভা অংশে পথচারিদের নিরাপদ চলাচলের জন্য ফুটপাতের নির্মানের দাবিতে মানববন্ধন ও রাস্তা অবরোধ কর্মসুচি পালিত হয়েছে। আজ মঙ্গল বার দুপুরে জেলা পরিষদের সামনে সচেতনবাসির ব্যানারে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়।
এসময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ সরকার, আমিনুর ইসলাম গোলাপ, মনজুরুল ইসলাম মিঠু, জিয়া-উল-হক জনি, গোলাম মারুফ মোনা, শাহ্ আহসান হাবিব রাজীব, সুজন প্রসাদ, প্রমূখ।
বক্তারা বলেন, গাইবান্ধায় যে কয়টি সড়ক রয়েছে এর মধ্যে নাকাইহাট সড়কটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক ঘেসে রয়েছেন গাইবান্ধা বিশ্ববিদ্যালয় কলেজ, সদর হাসপাতাল, সদর থানা, প্রাভেট ক্লিনিকসহ অসংখ্য প্রতিষ্ঠান। প্রতিদিনই এই সড়ক দিয়ে অসংখ্য যানবাহনের পাশাপাশি অনেক মানুষ পায়ে হেটে চলাচল করে। কিন্তু চলতি বছর সড়ক জনপদ বিভাগ রাস্তা ফুটপাত অংশ প্রসস্ত করে রাস্তা নির্মাণ করলে এখন ফুটপাত না থাকায় একদিকে পথচারিরা পড়েছেন দুর্ভোগে অন্যদিকে যেকোন মহূর্তে ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা। তাই অবিলম্বে ফুটপাত নির্মানের দাবি এলাকাবাসীর।
Leave a Reply