গাজীপুর থেকে এস.এম দুর্জয়,
গাজীপুরের শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী বরমী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে (৩ নভেম্বর)জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।(৩ নভেম্বর)মঙ্গলবার বিকাল ৩টায় বরমী ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ পন্ডিতের সভাপতিত্বে ও বরমী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ খন্দকারের সন্ঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃশাফি উদ্দিন মোড়ল,বরমী বাজার বণিক সমিতি এবং বরমী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃজহিরুল ইসলাম সরকার,
আওয়ামীলীগ নেতা মোঃ হাবিবুর রহমান,বরমী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী এস.এম ফয়সাল আবেদীন, বরমী ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা মোঃ জাকির মোড়ল,শ্রমিকলীগ নেতা মিজান ছাত্রলীগ নেতা রতন শেখসহ বরমী ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলা ও ইউনিয়নের আ.লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে ৩ নভেম্বর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়।
মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দীন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপটেন মনসুর আলীকে ১৯৭৫সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।কারাগারে অভ্যন্তরে এ ধরনের বর্বর হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।আলোচনা শেষে পবিত্র ফাতেহা ও দুরূদ পাঠ শেষে ’৭৫ সালে বঙ্গবন্ধু,জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply