ডেস্ক রিপোর্ট: মুজিবর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ঘর পাচ্ছে হবিগঞ্জের ৯৪১টি ভূমিহীন পরিবার। এরই মধ্যে ৭৭৩টি ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে। বাকি ঘরগুলো দ্রুত প্রস্তুত করা হবে। শনিবার বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক ইশরাত জাহান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জি উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, তিন ধাপে হবিগঞ্জে ২ হাজার ৮৩টি ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৭৮৭টি ও দ্বিতীয় ধাপে ৩৫৫টি ঘর হস্তান্তর করা হয়েছে। তৃতীয় দাপে জেলায় ৯৪১টি ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ৭৭৩টি ঘর হস্তান্তরের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। বাকি ঘরগুলো দ্রুত প্রস্তুত করা হবে।
তিনি আরো জানান, আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর ঘরগুলোর চাবি ও কাগজ পরিবারগুলোর কাছে বুঝিয়ে দেওয়া হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে ঘরে পাচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার ৩৫টি, শায়েস্তাগঞ্জের ২০টি, লাখাইয়ের ২৫টি, মাধবপুরের ৫৮টি, বাহুবলের ৭৫টি, বানিয়াচংয়ের ১৫০টি, নবীগঞ্জের ২৭৫টি, চুনারুঘাটের ১০০টি এবং আজমিরীগঞ্জ উপজেলার ৩৫টি পরিবার।
Leave a Reply