বিরামপুর থেকে মোঃ সাইফুল ইসলাম,
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলাধীন ০৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের নরহরিপুর গ্রামে যুব সমাজের উদ্যোগে- ০১ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত নরহরিপুর গ্রামের মাঠে ২৯ অক্টোবর-রাত ৮.৩০ মিনিটে শর্টপিছ নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলার ফাইনার ম্যাচে পুরস্কার বিতরণ করলেন বিশিষ্ট সমাজসেবক আঃ মালেক মন্ডল। উক্ত শর্টপিছ নাইট ক্রিকেট খেলার ফাইনাল ম্যাচে কঞ্চিগাড়ি স্পোর্টিং ক্লাব বনাম বিজুল স্পোর্টিং ক্লাব দল ২টি অংশগ্রহণ করে । উক্ত ক্রিকেট খেলায় কঞ্চিগাড়ি স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। এছাড়াও আঃ মালেক মন্ডল বিজয়ী দলকে একটি বড় খাসি ও রানারআপ দলকে একটি ছোট খাসি পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণ শেষে এক বিশেষ বক্তব্যে আঃ মালেক মন্ডল বলেন- মাদক আশ্রিত জীবনের দ্বারপ্রান্তে বর্তমান যুবসমাজ বিপন্নতাই,ধ্বংসের পথে জীবন সংসার,এই মাদকদ্রব্য মহামারী থেকে বাঁচতে হলে অবিভাবকদের কঠোর নজর দারি সহ খেলা ধুলার কোন বিকল্প নেই,তাই সব কিছু মাঝেও মানবীয় বৈশিষ্ট্যের অভিষেক ঘটাতে আঃ মালেক মন্ডল সকল সেবার পাশাপাশি যুবসমাজ ও তরুণদের মাদকের বিষাক্ত সোবল থেকে দুরে রাখতে ইউনিয়নের প্রতিটি মাঠে বিভিন্ন খেলা ধুলার আয়োজন ও উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে খেলোয়াড়দের খেলা-ধুলার বিভিন্ন সরঞ্জামাদি সহ সহযোগীতা করেই চলেছে পর্যাক্রমে সর্বত্র। পরিশেষে,আঃ মালেক মন্ডল বললেন,আমি আমার নিজস্ব অর্থায়নে সমর্থ অনুযায়ী যতটুকু সাহায্য সহযোগিতা করে যাচ্ছি ভবিষ্যতেও যেন আরো বেশি বেশি সেবা সহযোগিতা করতে পারি, এই মর্মে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া আর্শিবাদ ও সমর্থন প্রত্যাশী।
এসময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি- সমাজ সেবক আঃ মালেক মন্ডল, বিরামপুর উপজেলা স্থানীয় দলীয় সিনিয়র নেতা কর্মী, গোলাপগঞ্জ ইউনিয়নের ক্রিকেট খেলার প্রধান পরিচালনা পারভেজ হোসেন সহ অন্যান্য কমিটিবৃন্দ ও মিডিয়া সাংবাদিক বৃন্দ এবং স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ প্রমুখ।
Leave a Reply