ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীকে সমাজসেবা অধিদফতরের পক্ষ থেকে এককালীন ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৪৮ জন রোগীর হাতে অনুদানের চেক তুলে দেন টাঙ্গাইল-৫ আসনের এমপি ছানোয়ার হোসেন।
এ সময় তিনি বলেন, অসহায় মানুষকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় ভাবেন। তাদের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অসহায় রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এ উদ্যোগ অব্যাহত থাকবে।
টাঙ্গাইল সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহ আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারি, ইউএনও রানুয়ারা খাতুন।
Leave a Reply