বাংলাদেশ খবর ডেস্ক: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’এই স্লোগানের আলোকে রোববার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড বিআরডিবির ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি সাবেক সিনিয়র অর্থ সচিব, চেয়ারম্যান এনজিও ফাউন্ডেশন হেদায়েত উল্লাহ আল মামুন বলেন, বঙ্গবন্ধু সারা জীবন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। মানুষ যেন তার ন্যায্য অধিকার পায়, শ্রমিক কৃষক যেন কষ্ট না করে, তার জন্য কাজ করে গেছেন। তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ বাস্তবায়ন করে চলেছেন তার সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আরিফুর রহমান সিকদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নূর নবী খন্দকার, ইউপি চেয়ারম্যান হাজী ইব্রাহীম খলিল, এমএ বারী বাবুল মোল্লা, একেএম মনিরুজ্জামান তুহিন, শিরিন চৌধুরী, মুক্তিযোদ্ধা শাহ আলম মাস্টার, আওয়ামী লীগ নেতা ইউছুফ হারুন টিপুসহ বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
Leave a Reply