বাংলাদেশ খবর ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জে আলোর পথ দেখাচ্ছে ‘তথ্য আপা’ দিপা খাতুন। তিনি গ্রামীণ নারীদের বাল্যবিবাহ রোধ, নারীর প্রতি সহিংসতা, জঙ্গিবাদ সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বনির্ভর হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সরকারের ‘তথ্য আপা ’প্রকল্প।
জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তৃণমূল পর্যায়ে নারীদের এগিয়ে নিতে আলোর পথ দেখাচ্ছেন ‘তথ্য আপা’। তথ্য কেন্দ্রে নারীদের সমস্যা চিহ্নিত করে, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পাশাপাশি বিভিন্ন বিষয়ে নারীদের দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে তথ্য আপা। তথ্য কেন্দ্রে ছাড়াও তথ্য আপারা বাড়িতে বাড়িতে গিয়ে ও গ্রামের দরিদ্র নারীদের তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেবা প্রদান করে আসছেন। এছাড়াও তথ্য আপারা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে উঠান বৈঠক করে নারীদের বিভিন্ন বিষয়ে সচেতন করে তুলছেন। এরই মধ্যে এই তথ্য কেন্দ্রটি অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের কাছে ভরসাস্থল হয়ে উঠছে।
জানা গেছে, উপজেলার পৌরসভা ও ৭টি ইউনিয়নে পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা। এ তথ্য আপা কেন্দ্রে একজন তথ্য আপা (তথ্য সেবা কর্মকর্তা) ও দুজন সহকারী রয়েছেন। শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায় এ স্লোগানে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য আপা দ্বিতীয় প্রকল্পে এ তথ্যকেন্দ্র উঠান বৈঠকের মাধ্যমে সেবা প্রদান করা হয় ২ হাজার ৫০ জনকে। ডোর টু ডোর সেবা প্রদান করা হয় ১৩ হাজার ৮৭০ জনকে। তথ্য কেন্দ্রে সেবা প্রার্থী রয়েছেন সাড়ে ৫ হাজার। এই প্রকল্পের মাধ্যমে তৃণমূলের নারীদের নিয়ে চলে উঠান বৈঠক। বৈঠকে অংশ নেন বিভিন্ন দফতরের বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। শিক্ষা, কৃষি, আইন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, কম্পিউটার প্রশিক্ষণ, চাকরির আবেদন, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা, ভিজিডি কার্ডসহ বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করা হয় বৈঠকে অংশ নেওয়া নারীদের।
উপজেলার গুনারীতলা ইউপির উত্তর জোড়খালী এলাকার সাদিকা পারভীর বলেন, তথ্য আপা আমাদের স্বাস্থ্য, চিকিৎসাসহ বিনামূল্যে বিভিন্ন পরামর্শ ও সেবা দিচ্ছে। এতে আমরা খুব উপকৃত হচ্ছি।
পৌর শহরের বালিজুড়ী এলাকার মল্লিকা বলেন, তথ্য আপার মাধ্যমে অনেক বিষয়ে জানতে পেরেছি। ডায়াবেটিস পরীক্ষা করছি টাকা-পয়সা লাগে নি। যে কোনো পরামর্শে তাদের সহযোগীতা নেই। তারা খুবই আন্তরিক।
তথ্য সেবা কর্মকর্তা দিপা খাতুন বলেন, জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের তথ্য কেন্দ্রে। তৃণমূলের নারীদের সেবা প্রদান করাই এই প্রকল্পের কাজ। আমরা পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করে যাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল বলেন, গ্রামীণ সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া নারীর দৈনন্দিন সমস্যা সমাধানের কাজ করছে। এ প্রকল্পের আওতায় নারীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করা হচ্ছে। এটি নারীর ক্ষমতাকে আরো বেগমান করবে।
Leave a Reply