বাংলাদেশ খবর ডেস্ক: নরসিংদীতে কর্মসংস্থানের মাধ্যমে অসহায়, বিধবা ও স্বামী পরিত্যক্তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নরসিংদী জেলা পরিষদ। তাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে নরসিংদী শহরের পাটপট্টি এলাকায় সিটি ক্লাব প্রাঙ্গণে এক সমাবেশে ৪০ জন অসহায় নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের ১নং ইউনিটের সংরক্ষিত আসনের মেম্বার তৌহিদা সরকার রুনা, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নূর-ই-ইলহাম, নরসিংদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র রিপন সরকার, জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান, তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম প্রমুখ।
সমাবেশে অতিথিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে নরসিংদী জেলা পরিষদের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় এক হাজার অসহায়-দুস্থ নারীকে প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে।
Leave a Reply