ডেস্ক রিপোর্ট: ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারে এএসপি হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কনস্টেবল হাকিম উদ্দিন। সোমবার প্রকাশিত ফলাফলে পুলিশ ক্যাডারে মেধাতালিকায় ৬৭তম হন তিনি।
হাকিম উদ্দিন নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সিরাজ মিয়ার ছেলে। শুক্রবার কনস্টেবল থেকে বিসিএস ক্যাডার হওয়ার গল্প বললেন হাকিম উদ্দিন।
তিনি বলেন, ২০১০ সালে সায়দাবাদ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও ২০১২ সালে রায়পুরা কলেজ থেকে এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হই। কিছুদিন পরই কনস্টেবল পদে চাকরি হয়। এক বছর গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশে দায়িত্ব পালনের পর বদলি হই ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি)। ঐ অবস্থায় নরসিংদী সরকারি কলেজ থেকে অনার্স শেষ করি।
হাকিম বলেন, ২০১৮ সালে ৪০তম বিসিএসে আবেদন করি। এটাই আমার প্রথম বিসিএস। পর্যায়ক্রমে প্রিলিমিনারি, লিখিত ও ভাইভায় অংশ নিয়ে কৃতকার্য হই। চলতি বছর চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে মেধা তালিকায় ৬৭তম হই।
কনস্টেবলের দায়িত্ব পালনের পাশাপাশি বিসিএসের পড়াশোনা চালানো কষ্টকর ছিল জানিয়ে তিনি বলেন, ডিএমপিতে কাজের চাপ প্রচুর। সারাদিন কাজ শেষে বিশ্রামের সময় পড়াশোনা করতাম। ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে সাহায্য করেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ।
Leave a Reply