1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. jmitsolution24@gmail.com : support :
সিরাজগঞ্জে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২৪৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক:সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি দক্ষিণপাড় এলাকায় আধিপত্য নিয়ে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে ১ যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৬০ জন। বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টা থেকে দিনভর দফায় দফায় এ সংঘর্ষ হয়।

নিহত ইয়ামিন ঐ গ্রামের মোল্লা গোষ্ঠীর ইউনুস মোল্লার ছেলে বলে জানা গেছে। আহতদের শাহজাদপুর, বেড়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় উভয়পক্ষের অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে।

প্রাণ বাঁচাতে মহল্লাবাসী গরু, ছাগল, আসবাবপত্রসহ দলে দলে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌছে ১০ জনকে গ্রেফতার করে। উভয় পক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যেই চরম উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় মহল্লাবাসী বিচলিত হয়ে পড়েছেন।

এলাকাবাসী জানান, উপজেলার বাঘাবাড়ি দক্ষিণপাড় মহল্লার মোল্লা গোষ্ঠীর আমিরুল মোল্লার সঙ্গে গত বছরের ২৭ ও ২৮ অক্টোবর প্রামাণিক গোষ্ঠীর হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের মধ্যে চরম বিরোধের সৃষ্টি হয়।

এ বিরোধের জের ধরে সকাল সাড়ে ৭টায় দু’পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের লোকজনই হাসুয়া, রামদা, লাঠি, ফালা, হলেঙ্গা, ঢাল, সর্কি নিয়ে একে অপরের ওপর ঝাপিয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে।

এ বিষয়ে প্রামাণিক গোষ্ঠীর মিজানুর রহমান, আব্দুল লতিফ বলেন, ‘দীর্ঘদিন ধরে মোল্লা গোষ্ঠীর আমিরুল মোল্লা সন্ত্রাসী তাণ্ডব, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ও নারী নির্যাতন করে যাচ্ছে। এর প্রতিবাদ করায় আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে। বাধা দিলে উভয়পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।’

অন্যদিকে, মোল্লা গোষ্ঠীর কামাল আহমেদ বাবু, ‘খলিল মোল্লা, মিন্টু মোল্লা বলেন, কোনো কারণ ছাড়াই তারা অতর্কিতে আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ফালার আঘাতে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।’

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দেওয়া হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনও কোনো পক্ষ মামলা করেনি। মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION