গাজীপুর থেকে এস.এম দুর্জয়,
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের মোঃ তাজ উদ্দিনের (ফোসকা বিক্রেতা) ছেলে মোঃ জাহিদুল ইসলাম জারিফ (৮) মরনব্যাধী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ব্লক ডি, রুম নং ৩১৪, বেড নং ২৩ এ জীবন মরনের সাথে পাঞ্জা লড়ছে।সে স্থানীয় আল্লাহর দান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পড়াশোনা করতো,
মাদ্রাসার প্রধান শিক্ষক হুমায়ুন কবির জানায় সে খুবই মেধাবী ছাত্র, সে ২ পাড়ার হাফেজ, তার কন্ঠে প্রায় আজান দেওয়া হতো,তেলওয়াত খুবই সুমধুর ছিলো,হঠাৎ করেই গত ১৮ সেপ্টেম্বর তার হাত ও পায়ের গুরালি ব্যাথা শুরু করে।পরবর্তী সময় ডাক্তারি পরীক্ষার পর তার ব্লাড ক্যান্সার ধরা পরে সে এখন পিজি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তার বাবা অসচ্ছল থাকায় চিকিৎসার খরচ বহন করতে পারছে না।আমরা তার জন্য দোয়া ও সহযোগিতা চাচ্ছি।
জাহিদুল ইসলাম জারিফের চাচা মোঃ আক্তার হোসেন বলেন এই মুহুর্তে জারিফের চিকিৎসার জন্য দৈনিক ৫ থেকে ১০ হাজার টাকা প্রতিদিন খরচ হচ্ছে, যা আমাদের পক্ষে চালানো কঠিন হয়ে গেছে, আমরা সমাজের বিত্তশালী ও মানবিক মনের সকলের সহযোগিতা কামনা করছি।জারিফের বাবা ও মার চোখে কান্নার আহাজারি তারা দুজনেই ছেলের চিকিৎসার জন্য সহযোগিতা ও দোয়া চেয়েছেন।উল্লেখ্য মোঃ তাজ উদ্দিনের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে, জাহিদুল ইসলাম জারিফ তাদের দ্বিতীয় সন্তান।তাজ উদ্দিন ফোসকা বিক্রি করে সংসার চালায়।
আর্থিক সহযোগিতা ও যোগাযোগ করার জন্য চাচা আক্তার হোসেনঃ ০১৯৬১১৮৪৩৮৭( বিকাশ) জাহিদুলের মা,মোবাইলঃ- (০১৬৪৬৩৭৪৬৫০)!
Leave a Reply