বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,
২০০৪ সালের ২১আগস্ট ভয়াবহতম গ্রেনেড হামলার বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবীতে বরিশালের আগৈলঝাড়া আওয়ামী লীগের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয়, দলীয়, কালো পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা। ভয়াবহতম গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ্ মো. লিটন সেরনিয়াবাত,
উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বখতিয়ার, রাজিহার ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মুরাদ শিকদার, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ। পরে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, উজিরপুরে উপজেলা আ.লীগের উদ্যোগে শনিবার সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগ সভাপতি এসএম জামাল হোসেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, আ.লীগ সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, যুগ্ম-সম্পাদক এ্যাড. সালাউদ্দিন শিপু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বালি, ইউপি চেয়ারম্যান এ্যাড. শহীদুল ইসলাম মৃধা, ছাত্রলীগের সভাপতি অসিম ঘরামি, মহিলা নেত্রী বিউটি খানম প্রমুখ।
Leave a Reply