বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,
বরিশালের আগৈলঝাড়া উপজেলাজলয় ভোক্তা অধিকার অধিদপ্তরের উদ্যেগে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করেন বরিশাল বিভাগীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, সহকারী পরিচালক সুমী রানী মিত্র ও সহকারী পরিচালক শাহ মো.শোয়াইব মিয়া, প্রসেকিউশন অফিসার দায়িত্ব পালন কারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্যানিটারি ইন্সপেক্টর সুকলা সিকদার।
অভিযানকালে এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে ইসলাম মেডিসিন হাউজে মেয়াদ উত্তীর্ন ঔষধ পাওয়া ৮হাজার টাকা, উপজেলা সদরের অসীম মেডিসিন হাউজে ৩ হাজার টাকা, নুপুর মেডিসিন হাউজে ৩ হাজার টাকা, সুমনের ঔষধদের দোকানে ২ হাজার ও সুলতানের ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ন নিত্যপন্য পাওয়া ২ হাজার টাকাসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলার সাহেবেরহাট তৎসংলগ্ন উন্মুক্ত জলাশয় অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেহের নিগার তনু। পরে জব্দকৃত অবৈধ চায়না জাল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সেতুর উপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনুর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, মৎস সম্প্রসারণ অফিসার চন্দ্র শেখর সোমসহ উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ঠ করে দেয়া হয়।
Leave a Reply