বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,
বরিশালের আগৈলঝাড়ায় এক শ্রমিকলীগ নেতার ছেলের বিয়ের বর যাত্রীর গাড়ি বহরে শুক্রবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির নেতৃত্বে হামলা চালিয়ে একটি মাইক্রোবাস, দুটি মোটর সাইকেল ভাংচুর করেছে। রাজ্জাক শেখ বাদী হয়ে শুক্রবার রাতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার সহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। দুইজনকে গ্রেফতার করেছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম পয়সা গ্রামের শাহেব আলী শেখের ছেলে বাকাল ইউনিয়ন শ্রমিক লীগের নেতা আব্দুর রাজ্জাক শেখ ড্রেজারের মাধ্যমে বালু ব্যবসা করে আসছি। তার বালুর শিপ পয়সা থেকে পাশ^বর্তি কোটালীপাড়া উপজেলার মধুর নাগরা যাবার পথে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার ও তার ভাই মিজান সিকদারসহ অন্যান্যরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে আব্দুর রাজ্জাক শেখ অস্বীকার করায় মিজান সিকদার তাকে গুলি করে হত্যারও হুমকি দেয়।
শুক্রবার বিকেলে রাজ্জাক শেখ তার ছেলের বিয়ের জন্য লোকজন নিয়ে একই উপজেলার বাগধা ইউনিয়নের চক্রিবাড়ি গ্রামে কনের বাড়ির উদ্যেশ্যে রওয়ানা দেয় এমন সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির ফিরোজ সিকদারের বাড়ির সামনে পৌছলে সে ও তার ভাই মিজান সিকদারের নেতৃত্বে ৭/৮ জনের দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে বরযাত্রীর গাড়ি বহরে হামলা চালায়। তারা হামলা চালিয়ে বর যাত্রী বহনকারী একটি মাইক্রোবাস, দুটি মোটর সাইকেল ভাংচুর করে।
হামলায় রাসেল শেখ গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়।
এঘটনায় রাজ্জাক শেখ বাদী হয়ে শুক্রবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার ও তার ভাই মিজান সিকদারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ সোহাগ সিকদার ও জোবায়েদ ইসলামকে গ্রেফতার করে। এব্যাপারে অভিযুক্ত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার সাংবাদিকদের বলেন শুক্রবার ছিল তার বাবার মৃত্যু বার্ষিকী। সে উপলক্ষে তার পরিবার সদস্যরা বাড়িতে একত্রিত হয়েছিল। তিনি হামলার সাথে যরিতো ছিলো না।
Leave a Reply