বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাওয়ার ইঞ্জিনিয়ার (পিএনসি) আব্দুর রহিম পড়াশোনা করে কোন চাকুরি না করে বায়োফ্লক পদ্ধতিতে শিং মাছ চাষ করে স্বাবলাম্বী হয়েছে তিনি। আব্দুর রহিমের বায়োফ্লক পদ্ধতিতে মাস চাষ দেখে এলাকার অনেক যুবক উদ্বুদ্ধ হয়েছে বায়োফ্লক পদ্ধতিতে মাস চাষ করতে। ইতোমধ্যে বাবেল ফিস বায়োফ্লক এন্ড হ্যাচারি পরিদর্শনে আসেন বরিশাল দক্ষিণাঞ্চল পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন উপ-পরিচালক।
উপজেলার গৈলা ইউনিয়নের আশোকসেন গ্রামে রুস্তম আলী মোল্লা পুত্র পাওয়ার ইঞ্জিনিয়ার (পিএনসি) আ.রহিম।
চায়নায় জিয়াংসু ইউনির্ভাসিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে পাওয়ার ইঞ্জিনিয়ার বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে দেশে এসে চাকুরীা না পেয়ে নিজে কিছু করার জন্য ৩ বছর পূর্বে বরিশালের বানারিপাড়ার বেসরকারি একটি প্রতিষ্ঠানা এস.এ বায়োফ্লক এর কাছে বায়োফ্লক পদ্ধতিতে শিং মাছ চাষের তিন মাস প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণ শেষে নিজ বাড়িতে ৬ শতাংশ জমির উপরে গড়ে তুলেন বাবেল ফিস বায়োফ্লক এন্ড হ্যাচারি। তিনি ৩টি ট্যাংক স্থাপন করে ২৫ হাজার লিটারের দুইটা ও ১৫ হাজার লিটারের ১টা পোলিন ট্যাংক। প্রতি ৩ মাস পরে পানি পরিবর্তন করতে হয়। এতে চাষ করতে পারেন ৬৫ হাজার শিং মাছ। মাছ বড় হতে লাগে ৬ মাস। খাবার ও পোনায় খরচ হয় ১ লক্ষ ৫০ হাজার। বিক্রয় হয় ৪ লাখ টাকা। এক বছরে দু’বার করে মাছ বিক্রয় করতে পারে। প্রতি বছর তার ৫ লাখ টাকা আয়হয়ে থাকে। এছাড়াও হ্যাচারীতে শিং মাছের পোনা উৎপাদন করে বাজারজাত করণ করছেণ। নিজের ভাগ্য ইন্নয়নে আব্দুর রহিম বর্তমানে এলাকার যুবকদের কাছে একজন পথ প্রদর্শক।
পাওয়ার ইঞ্জিনিয়ার (বি.এস.সি) আব্দুর রহিমের বলেন, বাবেল ফিস বায়োফ্লক এন্ড হ্যাচারী দেখে এলাকার যুব সমাজ বায়োফ্লক বা সর্বাধিক আধুনিক পদ্ধুতিতে স্বল্প জায়গায় ঘন মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছে। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে মাছের বর্জ্য থেকে আবার খাবার তৈরি হয় তাই ২৫ শতাংশ খাদ্যে শতভাগ মাছ উৎপাদন করা যায়। এই হিসাবে যিনি যত বড় পানির আধার তৈরি করবেন, তার তত বেশি লাভ হবে। মাছের উৎপাদনের পরিমাণও বেশি হবে। পুকুরে মাছ চাষ করলে কিছু না কিছু ঔষধ দিতে হয়। এতে করে মাছের প্রাকৃতিক গুণাগুণ নষ্ট হয়ে অনিরাপদ হয়ে ওঠে। কিন্তু বায়োফ্লক পদ্ধতিতে ঔষধ প্রয়োগ করতে হয় না বলে এটি থাকে অত্যন্ত নিরাপদ ও প্রাকৃতিক।
তিনি আরও বলেন, চাকরির পেছনে না ছুটে শিক্ষিত, অর্ধশিক্ষিত, অল্পশিক্ষিত তরুণ-তরুণীরা এ পদ্ধতিতে মাছের চাষ বাড়ির উঠান, বাসার ছাদ বা পরিত্যক্ত জমি ব্যবহার করে স্বল্পপরিসরে, অল্প পুঁজিতে কমপক্ষে তিনগুণ বেশি মাছ উৎপাদন করা যেতে পারে। আধুনিক এ চাষ পদ্ধতি দেশে সম্প্রসারিত হলে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং বেকারত্ব দূর হবে।
এ ছাড়া এই পদ্ধতিতে মাছের চাষ করলে মাছের উৎপাদন বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে রাখতে পারেন অবদান। সরকারি সহায়তায় দিয়ে আগৈলঝাড়া উপজেলাসহ সারা দেশে বায়োফ্লক পদ্ধতিতে মাছের চাষ ছড়িয়ে দেয়া যায়। তবে মাছ উৎপাদনে বর্তমানে বিশ্বের চতুর্থ স্থান থেকে বাংলাদেশ প্রথম বা দ্বিতীয় স্থানে উঠে আসবে বলে অভিমত ব্যক্ত করেন আব্দুর রহিম।
বাবেল ফিস বায়োফ্লক এন্ড হ্যাচারি পরিদর্শন শেষে দক্ষিণাঞ্চল পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন উপ-পরিচালক মো. মামুনুর রসিদ আব্দুর রহিমের প্রজেক্ট সম্পসারনের ব্যাপারে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করে বলেন, আব্দুর রহিমের মত বেকার যুবকেরা প্রশিক্ষন নিয়ে অধুনিক পদ্ধতিতে মাছ চাষ করলে অল্পজায়গায় ও অল্পপূঁজিতে অধিক লাভবান হবে ও বেকারত্ব দুর হবে।
Leave a Reply