বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,
বরিশালের আগৈলঝাড়া উপজেলার আশোকসেন গ্রামের পাওয়ার ইঞ্জিনিয়ার (পিএনসি) আ.রহিম পড়াশোনা করে কোন চাকুরি না পয়ে বাবেল ফিস বায়োফ্লক এন্ড হ্যাচারি তৈরি করেন এখন তিনি স্বাবলাম্বী। গত শনিবার বিকেলে তার বাবেল ফিস বায়োফ্লক এন্ড হ্যাচারি পরিদর্শনে আসেন বরিশাল দক্ষিণাঞ্চল পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন উপ:পরিচালক।
ইঞ্জিনিয়ার (পিএনসি) আ.রহিম সাংবাদিকদর বলেন, আমর বাড়ি উপজেলার আশোকসেন গ্রমে। আমার পিতার নাম রুস্তম আলী মোল্লা। আমি পাওয়ার ইঞ্জিনিয়ার (পিএনসি) লেখা পড়া করে কোন চাকুরি না পেয়ে বেকার জীবন জাপন করেছিলাম। পায় বছর দুয়েক পূর্বে বেসরকারি একটি প্রতিষ্ঠানা এস.এস বায়োফ্লক এর মাধ্যমে বরিশাল জেলার বারনীপাড়া উপজেলার বাবেল ফিস বায়োফ্লক বা সর্বাধীক আধুনিক ঘন পদ্ধতিতে মাছ চাষ।
আমি প্রশিক্ষণশেষে নিজ বাড়ি আগৈলঝাড়া অশোকসেন গ্রামে বাবেল ফিস বায়োফ্লক এন্ড হ্যাচারি তৈরি করি। আমি এই হ্যাচারি থেকে অনেক লাভবান হই। আমার বেকারত্ত দুর হয়। আমারএই হ্যাচারি দেখে অনেক যুবক উদ্ভোদ্ধ হয়েছে।
শনিবার বরিশাল দক্ষিণাঞ্চল পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন উপ:পরিচালকমো: মামুনুর রসিদ ।
আমার বাবেল ফিস বায়োফ্লক এন্ড হ্যাচারি পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন বরিশাল দক্ষিণাঞ্চলপল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (এসএডি) মো:বসিরুল ইললাম,আগৈলঝাড়া উপজেলা(ইউডিবিও) পরিতোষ কান্তি দাস, উপজেলা সিনিয়র ফিল্ড অফিসার এইচএম নাসির উদ্দিন, উপজেলা মাঠ কর্মকর্তাসেলিনা বেগম।
উপ:পরিচালকমো মো.মামুনুর রশিদ এই প্রজেক্ট পরিচালনার ক্ষেত্রে পরামর্শ প্রদান করেন, প্রজেক্ট সম্পসারনের ব্যাপারে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন আ. রহিমকে। তিনি আরো বলেন, বেকার যুবকেরা আ,রহিমেরমতো প্রশিক্ষন নিয়ে অধুনিক পদ্ধতিতে মাছ চাষ করলে অল্পজায়গায় অধিক লাভবান হওয়া যাবে ও বেকারত্ত দুর হবে।
Leave a Reply