পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জ ও মহানগর সনাতন পাটি এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানুয়ারি শুক্রবার সকালে নারায়ণগঞ্জ দেওভোগ জিউর আখড়া মন্দিরে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা সনাতন পাটির সভাপতি টনি মল্লিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, বিশেষ অতিথি, বাংলাদেশ সনাতন পাটির সাধারণ সম্পাদক এডভোকেট সুমন কুমায় রায়, ভজন মন্ডল, এডভোকেট রাজিব মন্ডল, সমির কর্মকার, জনি মল্লিক, শ্রী প্রাণতোষ, মহানগর সনাতন পাটির সভাপতি বিশজিৎ, সাধারণ সম্পাদক অভিরাম সুএধর, সিনিয়র সহ সভাপতি উওম কুমার, সহ সভাপতি উওম কুমার, মুক্ত বাবু, গৌর নিতাই মন্দির এর উপদের ভজন মন্ডল, সভাপতি সমির কর্মকার,রাজিব কুমার মন্ডল, প্রমুখ।
Leave a Reply