গোপালগঞ্জ প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জে লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম।
আজ সকালে শহরের কালিবাড়ি মোড়, স্বর্ণপট্টি, চৌরঙ্গীসহ বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় বিএনপি নেতা জেলা বিএনপি’র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বলেন, এতদিন গোপালগঞ্জে কোনো নির্বাচনের পরিবেশ ছিল না, ফ্যাসিস্ট সরকারের পতনের পরে সাধারণ মানুষের ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে, তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
Leave a Reply