দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলায় ২৯ জুন শনিবার সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনা মুল্যে ১৬ শত কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেন দিনাজপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য আলজাজ্ব মোঃ জাকারিয়া জাকা।
এসনয় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ফারুক. উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম. কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী শেহান-বীশ.কাহারোল অফিসার ইনচার্জ মোঃ ফারুকুল ইসলাম. উপজেলা ভাইস চেয়ারম্যান রঘু নাথ রায়.মহিলা ভাইস চেয়ারম্যান ডলোমনি রায় প্রমুখ।
বিতরণ কালে প্রতিটি কৃষক কে ৫ কেজি উচ্চ ফলনশীল আমন উফশি ধানের বীজ.১০ কেজি ডেব ও ১০ কেজি পোটাশ সার দেওয়া হয়েছে।
Leave a Reply