সেলিম শেখ, ফকিরহাট : খুলনা – মোংলা মহাসড়কে বাগেরহাটের ফকিরহাট লখপুর নামক স্থানে মাননীয় সেনাবাহিনী প্রধান স্যারের বোন জনাবা রুনুরেজা, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে একটি প্রাইভেট কারে( ঢাকা মেট্র ঘ ৪২-৫২০৯) রওনা করে লখপুর নামক স্থানে আসলে মংলা থেকে খুলনা গামী অজ্ঞাত নামা একটি কভার ভ্যান ক্রসিং এর সময় চাপ দেয়, এ সময় রুনুেরেজা ম্যাডামকে বহনকারী গাড়িটি রাস্তার একপাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে ড্রাইভার সামান্য আহত হলেও বাকি সবাই সুস্থ হয়ে উদ্ধার হয়।
এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।এমন সংবাদ পেয়ে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ এবং RAB- 6 এর উদ্ধার টিম খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং জনাব রুনু রেজা ম্যাডাম সহ গাড়ি ও অন্য তিন যাত্রীকে খুলনাতে নিয়ে যায়।
এসময় হাই থানা পুলিশ দায়িত্বের সাথে রাস্তার যানযট নিরাসন করে গাড়ি চলাচল সাবাভিক করে।
Leave a Reply