নিজস্ব প্রতিবেদক : মুন্সিগঞ্জের লৌহজংয়ে গোয়ালিমান্দ্রায় ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরালি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন মিছিলের আয়োজন করেছে মৌছামান্দ্রার ধর্ম প্রান মুসলমানরা।
শুক্রবার বাদ জুম্মা মৌছামান্দ্রা ও গোয়ালিমান্দ্রা এলাকার আসেপাশের সকল জামেমসজিদের মুসুল্লিরা জুম্মার নামাজ আদায় করে দলে দলে যোগ দেন এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে প্রায় ৫ শত মুসলিম জনতা অংশগ্রহণ করেন।
মানববন্ধনের বক্তব্য রাখেন গোয়ালিমান্দ্রা জামে মসজিদের ইমাম মোহাম্মদ আরিফুল্লাহ বিক্রমপুরী।
মৌছামান্দ্রা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম, মো. আসাদুজ্জামান ও মৌছামান্দ্রা পেশকার বাড়ি জামে মসজিদের ইমাম। কাজির পাগলা জামে মসজিদের ইমাম, মোঃ আব্দুল আহাদ।
এ সময় মুসল্লিদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোয়ালিমান্দ্রা বট তলার আসে পাশের এলাকা তাদের স্লোগান ছিল, ইহুদীবাদ নিপাত যাক -বিশ্ব মুসলিম মুক্তি পাক। ইজরাইলিদের ধ্বংস করো-আল আকসা মুক্ত করো। বিশ্ব মুসলিম অস্ত্র ধরো-ফিলিস্তিন স্বাধীন করো। বিশ্ব মুসলিম ভাই ভাই -ইহুদিদের রক্ষা নাই।
স্লোগান দিতে দিতে মৌছামান্দ্রা থেকে গোয়ালিমান্দ্রা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে গিয়ে মিছিলটি শেষ হয়। এর পর ফিলিস্তিনিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়।
Leave a Reply