মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক গরীব ও মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা পরিষদের (এডিপির) অর্থায়নে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের এসব বাইসাইকেল দেয়া হয়।
গত ৭ই সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বরে বাই-সাইকেল বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সানজিত রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেনl
বাই- সাইকেল বিতরণকালে উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের শতভাগ শিক্ষা নিশ্চিত করতে বছরের শুরুতে বিনামুল্যে বই প্রদান সহ উপবৃত্তির প্রদান করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ভিশন বাস্তবায়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি কাজ করে যাচ্ছি।
শিক্ষার্থীরা মাবিয়া বলেন, আহে স্কুল হেটে আসতাম এখন উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সাইকেল পাওয়ায় আমার লেখাপড়া আরো ভাল হবে। সাইকেলে চড়ে স্কুলে আসতে পারবো। আমি চেয়ারম্যান কে ধন্যবাদ জানাচ্ছি।
Leave a Reply