কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুমকীতে লেবুখালি ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও মানবভোজের আয়োজন করা হয়েছে।
এসময় বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় ১০০ জন নেতাকর্মী আ’লীগে যোগদান করেছেন।
বুধবার বেলা ১টায় লেবুখালী ইউনিয়ন পরিষদের সামনের ওই অনুষ্ঠানে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. হারুন-অর রশীদ হাওলাদার এবং কেন্দ্রীয় আ’লীগের শ্রম বিষয়ক উপ -কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী আশরাফের হাতে হাত রেখে দুমকি উপজেলা যুবদলের অন্যতম সদস্য মো: সরোয়ার আকন, লেবুখালী ইউনিয়ন মহিলা দলের সদস্য ও লেবুখালী ইউনিয়নের ১.২.৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোসা:জেসমিন বেগম, ইউনিয়ন বিএনপির সদস্য ৭নং ওয়ার্ডের মেম্বর মো: ইদ্রিস সরদার ও ৮নং ওয়ার্ডের মেম্বর মো: শামিম সিকদারের নেতৃত্বে প্রায় ১০০জন নেতাকর্মী আ’লীগে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক ডাক্তার হারুন অর রশিদ প্রমুখ।পরে শোক দিবস উপলক্ষে দোয়া-মিলাদ ও মানবভোজ অনুষ্ঠিত হয়।
Leave a Reply