ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়া ব্রাক অফিসের পাশে সোহেল ড্রাইভিং সেন্টার ও গ্যারেজের পুরাতন চৌবাচ্চার মধ্যে থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে থানা পুলিশ।
সোমবার দুপুরে গ্যারেজের লোকজন একটি লোক পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুরে দিকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্থান্তর করে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আরিফ আনোয়ার অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজনের বর্ননা মতে লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল। ঘটনার স্থল থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ সহ থানা পুলিশের একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Leave a Reply