সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২রা সেপ্টম্বর শনিবার বিকাল ৪ ঘটিকায় ভবনা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাফেজা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মল্লিকা রানী দাশ।
ইউনিয়ন ছাত্র লীগের সাধারন সম্পাদক আল আমিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব স্বপন দাস।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য খলিলুর রহমান, সহ সভাপতি সুবীর কুমার মিত্র, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক),যুগ্ম সাধারণ সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ,সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, দপ্তর সম্পাদক নির্মল কুমার দাস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান এমডি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আসপিয়ার হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথম অধিবেশনে অতিথিবৃন্দ দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক বিভিন্ন ধরনের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
দ্বিতীয় অধিবেশনে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেতৃ মল্লিকা দাশ এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব) এর সঞ্চালনায় সুফিয়া বেগম কে সভাপতি এবং ছালমা বেগম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সম্মেলন সমাপ্ত হয়।
Leave a Reply