ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে বাড়িঘরে অনধিকার প্রবেশ করে হামলা, মারধর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ঝালকাঠি জেলাধীন নলছিটির উত্তামাবাদ গ্রামের মহাব্বত আলী হাং এর পুত্র মো: খলিল হাওলাদার।
শনিবার (২সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় সাংবাদিক সংস্থার ঝালকাঠি জেলা কার্যালয়ে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন “আমার ভাই আ: কাদের হাওলাদারের পুত্র মো: হাসান, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ সৌদি আরব থেকে নিজ বাড়ি ছুটিতে আসে।
একই উপজেলার পাওতা গ্রামের নুর আলমের কন্যা মাবিয়া আক্তার ওরফে রিতু সম্পর্কে হাসানের ফুফাত বোন হয়। ওই ফুফাত বোনের সাথে হাসানের প্রবাসে থাকা অবস্থায় ফোনে কথাবার্তা হতো এবং করোনাকালে হাসানের কাছ আর্থিক সহযোগীতা গ্রহন করতো। আত্মীয়তার সুবাদে মো: হাসান প্রবাসে থাকা অবস্থায় মাবিয়া আক্তার ওরফে রিতুর বাবা নুর আলমকে ব্যবসা পরিচালনার জন্য প্রথমে ৪ লাখ টাকা ধার বাবদ প্রদান করে। প্রবাস থেকে বাড়ি আসার পর হাসানের নিকট থেকে নুর আলম আরো দেড় লাখ টাকা ধার নেয়।
উক্ত পাওনা টাকা হাসান ফেরত চাইতে গেলে নুর আলম সময় চেয়ে গড়িমসি করে এবং ধারের টাকা ফেরত না দেয়ার পায়তারা চালায়। নুর আলম তার মেয়েকে ধারের টাকা না দেয়ার জন্যে হাসানের পিছনে লাগিয়ে দেয়। ২৬ শে আগষ্ট ২০২৩ সন্ধ্যায় মারিয়া আক্তারের আত্মীয় স্বজন কুপরামর্শ করে নুর আলম ও তার স্ত্রী নাছরিন আক্তার, ৪নং ওয়ার্ডের ফেরিঘাট এলাকার মো: হুমায়ূন কবির ও তার স্ত্রী মোসা: মিথিলা আক্তার, হোচেন আলী হাওলাদারের পুত্র মানিক হাওলাদারসহ অজ্ঞাত ৫/৭জন মিলিয়া প্রবাসী হাসানের বাড়িতে মারিয়া আক্তারকে নিয়ে ওঠে। বাড়িতে গিয়ে মারিয়া আক্তারকে বিবাহ করার জন্যে চাপ দেয়। হাসানের পরিবার বিবাহে রাজি না হলে ঘরের মধ্যে ভাংচুর চালায়, হাসানের বৃদ্ধ মাকে মারধর করে তার ২ ভরি ওজনের গলার চেইন, দেড় ভরি ওজনের হাতের রুলি, আট আনা ওজনের কানের দুল, ঘরের আলমিরায় থাকা নগদ ১,৫০,০০০/- (দেড় লক্ষ) টাকা ছিনাইয়া নিয়া যায়। ঘরে থাকা হাসানের ছোট বোন লামিয়াকেও মারধর করে নাজেহাল করে।
ঘটনার পর আমরা ৯৯৯ ফোনে দিয়ে পুলিশকে ঘটনার বিস্তারিত বিবরণ জানাই এবং পুলিশ ও আশেপাশের লোকজন আসার টের পেয়ে উক্ত সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসী কার্যক্রম শেষ করে চলে যায় এবং মেয়েকে হাসানের ঘরে রেখে যায়। পরের দিন বিকালে এলাকাবাসীর চাপের মুখে মারিয়া আক্তার নিজ বাড়ি চলে যেতে বাধ্য হয়। ”
মাবিয়া আক্তার রিতু সাংবাদিকদের জানায়, “হাসান আমাকে বিবাহ করার কথা বলে বিবাহ না করে তালবাহানা করছে এবং তার পরিবার পালিয়ে বেড়াচ্ছে।”
বক্তব্য নেয়ার জন্য মাবিয়া আক্তার রিতুর পিতা নুরুল আমীনের ব্যবহৃত নাম্বারে ফোন দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
সংবাদ সম্মেলনকালে উপস্থিত ছিলেন ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মোস্তফা কামাল, মো: হাসানের বড় ভাই মো: রুবেল হাওলাদার, মো: মনির হোসে, মো: আবুল হাওলাদার, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ।
Leave a Reply