ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার দুই উপজেলায় একই দিনে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সাদুল্লাপুর উপজেলায় কৃষি জমির পানিতে ডুবে মাওয়া আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, সুন্দরগঞ্জ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী আবু সাঈদ মিয়া নামের আরও এক শিশুর মৃত্য হয়েছ।
বৃহস্পতিবার দুপুরে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের ব্র্যাক অফিসের উত্তর পাশে পানিতে ডুবে মাওয়া আক্তার মারা যায়। সে ওই গ্রামের মোনাইদ মিয়ার (গাটু) মেয়ে।
স্বজনরা জানায়, ওই সময় মাওয়া আক্তার বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে নিখোঁজ হয় সে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের জমির পানিতে শিশুর মরদহে ভাসতে দেখে উদ্ধার করা হয়।
বিষটি জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ২নং ওয়ার্ড সদস্য সমন্ত কুমার সরকার নিশ্চিত করেন।
অন্যদিকে জেলার সুন্দরগঞ্জ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী আবু সাঈদ মিয়া নামের আরও এক শিশুর মৃত্য হয়েছ। বৃহস্পতিবার বিকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আবু সাঈদ কঞ্চিবাড়ি ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের বকুল মিয়ার ছেলে। স্বজনরা জানান, কয়েকদিন আগে মা শিল্পী বেগম তার ১৮ মাস বয়সের শিশু সন্তানকে নিয়ে উজান বোচাগাড়ি গ্রামে তার বাবা রফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার বিকালে শিশু আবু সাঈদকে বাড়ির উঠানে রেখে মা শিল্পী বেগম রান্না করছিলেন। হঠাৎ সবার অজান্তে আবু সাঈদ খেলতে খেলতে বাড়ির সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। এসময় তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুরে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় তাকে। তখন মৃত অবস্থায় শিশু আবু সাঈদকে উদ্ধার করেন স্বজনরা।
চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী মোস্তফা মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে ডুবে আবু সাঈদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
Leave a Reply