1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় মারপিট - Bangladesh Khabor
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের পরিবেশ বিগত সরকারের আমলের চেয়ে ভালো: প্রেস সচিব গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি শিশির মনিরের গাড়িতে হামলা, আহত ২ চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের দেওয়ার প্রতিবাদে ধর্মঘটের ডাক আমীর হামজার মাকে লাঞ্ছনার অভিযোগ, জানা গেল কারণ গোবিপ্রবিতে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের নির্মাণকাজ শুরু কোটালীপাড়া পাবলিক ইনিস্টিটিউশন মডেল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা সোনারগাঁয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও উঠান বৈঠক  তিন জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি, ঢাকার প্রবেশপথে বসবে চেকপোস্ট

পাঁচবিবিতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় মারপিট

  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৯৭ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে বিবাদমান সম্পত্তিতে আদালতের দেয়া ১৪৪/১৪৫ ধারার আদেশ অমান্য করে জোর পূর্বক ঘর নির্মাণ করার সময় বাধা দেয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায়
মারপিটের অভিযোগ করেছেন ভুক্তভোগী আতোয়ার রহমান।
উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আরজিঅন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের মৃত জসিম উদ্দিন
আকন্দ জসুর ছেলে।
ভুক্তভোগীর করা অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আরজি অন্তপুর মৌজার আর এস খতিয়ানভূক্ত ১২৭, ১২৮, ৫০ ও ১৩৪ দাগে ৩৭ শতক জমি মৃত জমির উদ্দিন আকন্দ জীবদ্দশায় ভোগ দখল করে আসছিল। পরবর্তীতে তার মৃত্যুর পর ৩ ছেলে ও ৫ মেয়ে পৈত্রিক সূত্রে ঐ জমির মালিক হন।
এ অবস্থায় জমির উদ্দিন আকন্দের তিন ছেলে তাদের তাদের বোনকে অন্য খতিয়ানে তাদের প্রাপ্ত অংশ বুঝিয়ে দেন এবং উল্লেখিত দাগের মধ্যে ৪শতক কবরস্থান ও রাস্তা বাদ দিয়ে ২৫ শতক জমি তিন ভাই সমান অংশ ভাগ করে নিয়ে বসবাস করে আসছেন।
জমির উদ্দিন আকন্দের পুত্র জমিস উদ্দিন আকন্দ জুসের মৃত্যুর পর ওয়ারিশ সুত্রে তার একমাত্র পুত্র আতোয়ার রহমান উক্ত জমি ভোগ দখল করতে থাকেন।
এ অবস্থায় জমির উদ্দিন আকন্দের অন্যান্য ওয়ারিশ বিবাদী আসাদ আকন্দ, জামাত আকন্দ, আলাদ আকন্দ, আব্বাস আকন্দ, আসমা বেওয়া ও জাহাঙ্গীর পেশি শক্তি ব্যবহার করে গত ১০ জুলাই দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে জোর পূর্বক উক্ত জমিতে জবর দখল করার চেষ্ঠা করলে আতোয়ার রহমান ও তার পরিবার বাধা প্রদান করেন।
এতে তারা ক্ষিপ্ত হয়ে তাদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় আতোয়ার রহমান বাদী হয়ে গত ১৭ জুলাই জয়পুরহাট বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধীর ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা করেন। মামলা নং- ২৫৪পি/২০২৩(পাঁচ)।
আদালত সেখানে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞার আদেশ পাঁচবিবি থানায় অবগত করলে গত ২৬ জুলাই এ সংক্রান্ত একটি নোটিশ মারফত উভয় পক্ষকে অবগত করেন।
উল্লেখিত নোটিশ জারির পর বিবাদীরা সেখানে জোড়পূর্বক ঘর নির্মাণ করেন। সেখানে যে কোন সময় রক্তক্ষয়ী সংর্ঘষ ঘটতে পারে বলে ন্থানীয়রা আশংকা করছেন।
এ বিষয়ে বিবাদী আমাদ আকন্দ বলেন, আমার বাবারা ৩ ভাই, ৫ বোন। আমরা আমাদের ফুফুর অংশ কিনে নিয়েছি, সে কেনা অংশে ঘর নির্মাণ করেছি। আমরা কাউকে মারিনি।
তবে প্রত্যক্ষদর্শী প্রতিবেশিরা বলছেন, জমি নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘদিন থেকে বিবাদ চলে আসছে।
স্থানীয় ইউপি সদস্যসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিশ বৈঠকে বিষয়টি মিমাংসা করে দিলেও পরবর্তীতে বিবাদী পক্ষরাই তা না মেনে নিজেরা সার্ভেয়ার দ্বারা জমি মাপ যোগ করে। সেই মাপযোগেও বাদী পক্ষ জমি পেলে তারা দখল না ছেড়ে দিয়ে উল্টো তারাই জমি দখল করে ঘর নির্মাণ করেন। তারা বলেন এতে বাদী পক্ষ বাধা
দিলে তারা অন্যায়ভাবে মারপিট করে।
স্থানীয় ইউপি সদস্য মাহফুজুল আলম চপল বলেন, আমি দুপক্ষকে নিয়ে আপোস মিমাংসা করেছিলাম। বাদী বিবাদী আপোস নামায় স্বাক্ষর করলেও পরে বিবাদী পক্ষরা আপোস না মানায় সমাধান হয়নি।
পাঁচবিবি থানার এ এস আই ফারুক হোসেন বলেন, বিবাদমান স্থানে স্থিতিঅবস্থা রাখার জন্য আদালতের আদেশ উভয় পক্ষকে নোটিশ মারফত জানিয়েছি। আমি ছুটিতে থাকা অবস্থায় বিবাদী পক্ষ টিনের ঘর করেছে বলে জানতে পেরেছি। পরে তাদেরকে ঘর সড়ানোর জন্য নির্দেশ দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION