ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : জাহাঙ্গীরের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন তার স্বজন ও এলাকাবাসী।
রবিবার সকালে এলাকাবাসীর আয়োজনে একটি বিক্ষোভ মিছিল তালুকজামিরা বাজার থেকে বের হয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সড়কের আমতলী নামক এলাকায় প্রায় ২ ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।
এ সময় তারা জাহাঙ্গীরের হত্যাকারী মতিয়ার ফকির, সিদ্দিক, লিটন, নালো, গ্যান্দেলা, ইকবাল ও কুত্তা গোলজারসহ সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাসির দাবী জানান।
সেই সাথে তারা অভিযোগ করেন হত্যা প্রায় ১৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামী ধরতে পারেনি। পরে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, গত (১৪ আগস্ট) জেলার পলাশবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে জাহাঙ্গীর মিয়া (৩৫) কে পিটিয়ে হত্যার করেন মতিয়ার ফকির ও তার লোকজনেরা।
Leave a Reply