ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের ক্ষেতলালে তুলশীগঙ্গা ইউপির অন্তর্গত দাশড়া সড়াইল গ্রামস্থ হাফিজিয়া মাদ্রসার সংলগ্ন রাস্তা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে ক্ষেতলাল থানা পুলিশ।
আটকের সময় তাদের কাছ থেকে ৯০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত ৭টায় ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম সড়াইল গ্রামস্থ হাফিজিয়া মাদ্রসা সংলগ্ন অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকৃতরা হলেন, ক্ষেতলাল সদরের মীর ওবায়দুর রহমানের ছেলে মীর মোস্তাক আহম্মেদ ১) তালিম (২৭), ২) পুরান বগুড়া (জেলাদারপাড়া) রফিকুল ইসলামের ছেলে লিখন হাসান (২০)।
ক্ষেতলাল থাবার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷ পরে তাদের তল্লাশি করে ৯০০ পিস ট্যাপেন্টাডলসহ একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়৷
এ বিষয়ে ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের জয়পুরহাটে জুডিশিয়াল আদালতে চালান করা হয়েছে।
Leave a Reply