শাহ আলম মিয়া, কোটালীপাড়া : ২১ আগষ্ট বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে বর্বরচিত গ্রেনেড হামলার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার বেলা ১১ টায় এক প্রতিবাদ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে, গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন খান, যুবলীগ সভাপতি ফজলুর রহমান দীপু, স্বেচ্ছা সেবক লীগ সভাপতি খায়রুল রাজ্জাক খসরু।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা বিমলেন্দু সরকার, টুটুল শেখ, আতিকুজ্জামান বাদল, বাচ্চু হাজরা, হান্নান শেখ, এস এম ইস্রাফিল সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ প্রমূখ।
Leave a Reply