এস.এম দুর্জয়, গাজীপুর : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও গণভোজের আয়োজন করা হয়েছে।
রবিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার কাওরাইদ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়।
কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে ও কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি বঙ্গবন্ধুর স্মরণে সৃতিচারণ করে বক্তব্যে বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারকে।মানবতার শত্রু, প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তির আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত – বঞ্চিত নিপীড়িত মানুষের মহান নেতা,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন।শোকের মাস আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।বঙ্গবন্ধুর দেশপ্রেম, আদর্শ ও চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে,বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমরা অঙ্গিরারবদ্ধ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.সামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির হিমু, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড.হারুন অর রশিদ ফরিদ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বি.এ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফন্নাহার মেজবাহ, কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড.আজিজুল হক আজিজ, কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাওরাইদ কে.এন উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহীন ফকির, গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক সদস্য কামরুল হাসান মন্ডল, শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো: শারফুল ইসলাম, গাজীপুর জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল, শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা সেলিম শেখ, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা লুৎফর রহমান মন্ডল,কাওরাইদ ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা খাইরুল ইসলাম মীর, ইউনিয়ন যুবলীগ নেতা শাহরিয়ার আহমেদ কাজল, শ্রীপুর উপজেলা ছাত্র লীগের আহবায়ক মাহাবুব হাসান, কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাহাত আকন্দসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সপরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং গণভোজের আয়োজন করা হয়।
Leave a Reply