এস.এম দুর্জয়, গাজীপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলা তাঁতীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) বিকেলে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাঁতীলীগের বর্ধিত সভা ও উপজেলা তাঁতীলীগের ৬১বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা তাঁতীলীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সিকদার মাহমুদ মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.হারুন অর- রশীদ ফরিদ, গাজীপুর জেলা তাঁতীলীগের আহবায়ক খন্দকার সোহরাব হোসেন।
উক্ত বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা তাঁতীলীগের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ উপজেলা তাঁতীলীগ ও ইউনিয়ন তাঁতীলীগ সহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু সপরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply