শাহ আলম মিয়া, কোটালীপাড়া : নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহষ্পতিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় চত্ত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলটির কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নাদের আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে- সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি), সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, ছাত্রলীগ সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply